আতঙ্কে লাফ দেয়ার পর ভেঙে পড়ল কপ্টার
পাঁচ পর্যটক, দুই পাইলট ও এক ইঞ্জিনিয়ারকে নিয়ে সবে উড়েছে হেলিকপ্টারটি। এর এত গতি ছিল যে উড়তে গিয়েই একটু বেসামাল হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে উড়ন্ত হেলিকপ্টার থেকেই প্রাণভয়ে ঝাঁপ দেন ইঞ্জিনিয়ার। কপ্টারের রোটারে লেগে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার পরমুহূর্তেই পর্যটকদের নিয়ে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। ভারতের উত্তরাখণ্ডের বদ্রিনাথের ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, শনিবার সকাল পৌনে ৮টায় বদ্রিনাথ থেকে পর্যটকদের নিয়ে মুম্বাইয়ের ক্রেস্টাল অ্যাভিয়েশনের অগাস্টা ১১৯ কোয়ালা হেলিকপ্টার হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাতাসের প্রচণ্ড গতির কারণে ওড়ার সময়ই হেলিকপ্টারটি একটু বেসামাল হয়ে পড়ে। তখনই প্রাণভয়ে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেন ইঞ্জিনিয়ার। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার মারা গিয়েছেন। অল্প আহত হয়েছেন পাইলটরা। তবে পর্যটকরা সুরক্ষিতই আছেন।
No comments