কাতারিদের মসজিদ আল-হারামে ঢুকতে দিচ্ছে না সৌদি
সৌদি আরবে কাতারি হজ্বযাত্রীদের মক্কার মসজিদ আল-হারামে ঢুকতে বাধা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। কাতারি পত্রিকা আল শারক এর বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি ও রয়টার্স। কাতারের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)শনিবার জানিয়েছে, তারা কাতারি নাগরিকদের থেকে মক্কায় মসজিদ আল-হারাম এ ঢুকতে না দেয়ার অভিযোগ পেয়েছে। মানবাধিকার কমিশনের প্রধান আলী বিন স্মাইখ আল মারি এ ঘটনাকে সার্বজনিন আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণায় ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে। কমিশনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে আল শারক পত্রিকা। মিশরে মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করা ও ইরানের সঙ্গে গভীর সম্পর্কের অভিযোগে কয়েক দিন আগে আকস্মিকভাবে কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন ও মালদিভ সম্পর্ক ছেদ করে। এদকে কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করার ফলে কাতারের প্রতি সহানুভূতি বা সমবেদনা প্রকাশ করলে আরব আমিরাত এবং বাহরাইন তাদের দেশের নাগরিকদের শাস্তির ঘোষণা দিয়েছে।
No comments