সাকিব-রিয়াদের দেখানো পথে স্টোকস-মর্গান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগের ম্যাচে কিউইদের দেয়া ২৬৬ রানের লক্ষে খেলতে নেমে একপর্যায়ে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান করে বাংলাদেশ। টপ অর্ডারদের হারিয়ে মনে হচ্ছিল বাংলাদেশের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু টাইগারদের চমক যে ওই জায়গা থেকেই শুরু তা ক’জনই ভাবতে পেরেছেন? সাকিবের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ৫ উইকেট জুটিতে করেন ২২৪ রানের রেকর্ড পার্টনারশিপ। অস্টেলিয়ার বিপক্ষেও একই অবস্থা হয়েছিল ইংলিশদের। জয়ের জন্য ২৭৮ রানের লক্ষে খেলতে নেমে ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। টাইগার সমর্থকদেরও অনেকে টিভি সেটের সামনে থেকে সরে গেছে। কিন্তু সাকিব-রিয়াদের মতোই চমক অবশিষ্ট রেখেছিলেন মর্গান ও বেন স্টোকস। সাকিবদের দেখানো পথেই হাঁটলেন তারা। চতুর্থ উইকেট জুটিতে তারা গড়লেন ১৫৯ রান। কপাল পুড়ল অসিদের। এ জুটিতেই জয়ের ভিত পায় মর্গানরা। ৪০.২ ওভারে চার উইকেটে ২৪০ রান থাকা অবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে ইংলিশদের ৪০ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
No comments