প্রেমের টানে ব্রাজিল থেকে বালিয়াকান্দিতে
ফেসবুকে
পরিচয়, অতঃপর প্রেম। ব্রাজিল থেকে ছুটে এলো প্রেমিকের বাড়ি রাজবাড়ীর
বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা
একনজর দেখার জন্য ভীড় জমিয়েছে ওই প্রেমিকের বাড়িতে। প্রত্যক্ষদর্শী ও
এলাকাবাসী জানিয়েছেন, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের বলাই
ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের
বাড়িতে ব্রাজিল থেকে একজন নারী সোমবার রাতে এসেছে। আজ মঙ্গলবার সকালে খবর
ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দেখতে ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।
দেখতে আসা আকরাম হোসেন জানান,
তারা ব্রাজিল থেকে একজন নারী এসেছে জেনে
দেখতে এসেছেন। তার মতো অনেকেই দেখতে এসেছে। সময়ের সাথে সাথে বাড়ছে উৎসুক
জনতার ভীড়। সঞ্জয় ঘোষ জানান, ফেসবুকে তার সাথে ১৭ মাস আগে ব্রাজিলের
মিউনেশিয়াল অ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে। এক পর্যায়ে সে
বাংলাদেশে আসতে চায়। এজন্য সোমবার রাতে তার বাড়িতে এসেছে। সে বিয়ে করতে
চাইলে সে বিয়ে করবে। তার পরিবারের সদস্যদের কোনো বাধা নেই। ব্রাজিলের
নাগরিক জেইসা ওলিভেরিয়া সিলভা জানান, তিনি সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্র
ধরে এসেছেন। তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন।
No comments