প্লাস্টিক ডিমের রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
নকল
ডিম কাণ্ডে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন,
পশ্চিমবঙ্গের সব ডিম নিরাপদ। তাই ডিম খান নিশ্চিন্তে। একইসাথে প্লাস্টিক
ডিমের তত্ত্ব কার্যত খারিজ করে দিয়েছেন তিনি। প্লাস্টিক ডিমের রটনার পিছনে
কোনো চক্রান্ত কাজ করছে কিনা, তারও তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব উৎপাদনের বাইরেও, ভিন রাজ্য থেকে ডিম আমদানি করে পশ্চিমবঙ্গ।
তার
বেশিরভাগটাই আসে অন্ধ্রপ্রদেশ থেকে। ভিন রাজ্য থেকে আসা ডিমে কোনো ভেজাল
রয়েছে কিনা, রাজ্য সরকার তা খতিয়ে দেখছে। তবে এখনও পর্যন্ত যা রিপোর্ট
মিলেছে, তাতে ডিমের নমুনায় কোনো গলদ পাওয়া যায়নি- জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা, ডিমে ভেজাল পেলে সরকার যেমন ব্যবস্থা
নেবে, গুজব ধরা পড়লেও কড়া পথে হাঁটবে প্রশাসন।
No comments