মদ্যপ পাইলটকে ৮ মাসের কারাদণ্ড
অতিরিক্ত
মদপান করে বিমানের ককপিটে উঠায় এক পাইলটকে আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার কানাডার আলবার্টা প্রদেশের একটি আদালত এ আদেশ দেন। খবর বিবিসির। একই
সঙ্গে তার বিমান চালানোর ওপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা
কারাবাসের মেয়াদ শেষ হলে কার্যকর হবে। পাইলট মিরোস্লাভ গ্রোনিচ (৩৭)
সানউইং নামে একটি বিমান সংস্থায় কর্মরত। আদালতে দেয়া বিবৃতিতে ওই বিমানের
সহকারী পাইলট জানান, মদ্যপ অবস্থায় ককপিটে ঢোকার পর পাইলট পরে বিমান থেকে
চলে গেছেন।
তখন আরেকজন পাইলট বিমানটিকে মেক্সিকোর কানকুনে নিয়ে যান।
বিমানটিতে ১১০ জন যাত্রী ছিলেন। পরে পাইলটের হোটেল রুমে ভদকার একটি খালি
বোতল এবং তার শরীরে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে তিন গুণ বেশি অ্যালকোহলের
অস্তিত্ব পাওয়া যায়। অতিরিক্ত মদ্যপান করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে
ফেলার বিষয়টি স্বীকার করেন পাইলট। পরে আদালত তাকে এই সাজা দেন।
মিরোস্লাভকে ইংরেজি নতুন বছরের শুরুতে গ্রেফতার করা হয়েছিল। পাইলটকে সাজার
বিষয়ে বিমানসংস্থা সানউইং এখনও কোনো মন্তব্য করেনি।
No comments