দাঁতে তীব্র ব্যথা
দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে।
ব্যথা তীব্র হওয়ার কারণ-
- দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে।
- দাঁতের ফিলিং খুলে গেলে।
- দাঁত ভেঙে গেলে।
- দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে।
-মারির প্রদাহের কারণে।
-দাঁতের পালপ আক্রান্ত হলে। গরম বা ঠাণ্ডা খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে ধারণা করা যায় দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে ১২ ঘণ্টা পর ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে।
ডেন্টিস্টের কাছে যাওয়ার পূর্বে-
-ভরাপেটে দুটি অ্যাসপিরিন বা একটি আইবুপ্র“ফেন ট্যাবলেট খাওয়া যেতে পারে।
-ক্লোভ ওয়েল/লবণ তেল দাঁতে মাজা যেতে পারে। মারিতে লাগলে মারি জ্বালা করবে। এটি দাঁতের স্নায়ু আবস করে সাময়িকভাবে ব্যথা কমায়।
-ব্যথাযুক্ত দাঁতে বরফকুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে।
-গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।
-দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।
ডেন্টাল সার্জন
দি ডেন্টি হোপ, বনানী, ঢাকা।
মোবাইল : ০১৭১১১০৬৩৪৭
ব্যথা তীব্র হওয়ার কারণ-
- দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে।
- দাঁতের ফিলিং খুলে গেলে।
- দাঁত ভেঙে গেলে।
- দাঁতের শ্বাস বা পালপ যে কোনো কারণেই আক্রান্ত হলে।
-মারির প্রদাহের কারণে।
-দাঁতের পালপ আক্রান্ত হলে। গরম বা ঠাণ্ডা খাবার খাওয়ার ৩০ মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে ধারণা করা যায় দাঁতের পালপ বা শ্বাস আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে ১২ ঘণ্টা সময় লাগে। ফলে ১২ ঘণ্টা পর ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে।
ডেন্টিস্টের কাছে যাওয়ার পূর্বে-
-ভরাপেটে দুটি অ্যাসপিরিন বা একটি আইবুপ্র“ফেন ট্যাবলেট খাওয়া যেতে পারে।
-ক্লোভ ওয়েল/লবণ তেল দাঁতে মাজা যেতে পারে। মারিতে লাগলে মারি জ্বালা করবে। এটি দাঁতের স্নায়ু আবস করে সাময়িকভাবে ব্যথা কমায়।
-ব্যথাযুক্ত দাঁতে বরফকুচি কাপড়ে পেঁচিয়ে রাখা যেতে পারে।
-গরম পানি দিয়ে কুলকুচি দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা সরিয়ে ব্যথা কমাবে।
-দাঁতের ব্যথার জন্য যত শিগগিরই ডেন্টিস্টের কাছে যাওয়া যায় ততই মঙ্গল।
ডেন্টাল সার্জন
দি ডেন্টি হোপ, বনানী, ঢাকা।
মোবাইল : ০১৭১১১০৬৩৪৭
No comments