মিসরের স্বৈরশাসক সিসির পক্ষে রয়েছি: ট্রাম্প
যুক্তরাষ্ট্র
সফররত মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সোমবার সাক্ষাৎ
করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে
কঠোর সমালোচনার মুখে থাকা মিসরের এই ক্ষমতাধর নেতাকে ওয়াশিংটনে স্বাগত
জানান ট্রাম্প। ওভাল অফিসে বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা)
দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প ও সিসি। বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি সবাইকে
বলতে চাই, আমরা মিসরের প্রেসিডেন্ট সিসির পক্ষে রয়েছি। মিসরের কঠিন এ সময়ে
চমৎকার কাজ করছেন তিনি।’ খবর এএফপির। প্রায় এক যুগ পর মার্কিন কোনো
প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সিসি।
তার কাছে এ সাক্ষাৎ খুবই
গুরুত্বপূর্ণ। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে
কখনোই তিনি আমন্ত্রণ পাননি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর বিশ্বনেতাদের
মধ্যে ট্রাম্পকে প্রথম অভিনন্দন জানান সিসি। বৈঠকের পর মধ্যাহ্নভোজে অংশ
নেন দুই নেতা। গত সেপ্টেম্বরে ট্রাম্প যখন পুরোদমে নির্বাচনী প্রচার
চালাচ্ছিলেন, তখন তাদের দেখা হয়েছিল। তখন ট্রাম্প সিসিকে ‘চমৎকার মানুষ’
হিসেবে উল্লেখ করেন। এবার তার স্বৈরশাসনকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন
ট্রাম্প।
No comments