ইয়েমেনে ২০ দফা হামলা চালিয়েছে আমেরিকা
ইয়েমেনে
২০ দফা সামরিক হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে এ সব হামলা চালানো
হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। পাশাপাশি পেন্টাগনের বিবৃতিতে ইয়েমেনে কথিত
সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়।
২০১৫ সালে মার্চ মাস থেকে সৌদি নেতৃত্ব পারস্য উপসাগরীয় এবং আফ্রিকার
কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অবশ্য ইয়েমেনের ঠিক
কোথায় কোথায় হামলা করা হয়েছে সে কথা উল্লেখ করেননি পেন্টাগনের মুখপাত্র
নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস। আল-কায়েদার বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ
হিসেবে এসব হামলা করা হয়েছে কিনা তাও উল্লেখ করা হয়নি। সূত্র : ওয়েবসাইট
No comments