'একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন ক্রিকেটার দরকার'
সবশেষ
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। মাঝে সব মিলিয়ে টানা
সাতটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো জয় নেই টাইগারদের। র্যাঙ্কিংয়ে অবস্থান
করছে আইসিসির সহযোগী দেশ আফগানদেরও পেছনে। টি-টোয়েন্টিতে নিজেদের অবস্থা
ভালো করতে হলে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন ক্রিকেটার দরকার
বাংলাদেশের। এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক মাশরাফি। টেস্ট ও ওয়ানডেতে
নিজেদের মেলে ধরতে পারলেও টি-টোয়েন্টি বাংলাদেশের চিত্র ঠিক তার উল্টো। এ
অবস্থান থেকে বেরিয়ে আসতে হলে এই ফরমেটে আররো উন্নতি করতে হবে। এ ব্যাপারে
মাশরাফি বলেন, 'আমরা দিন দিন উন্নতি করছি কিন্তু যেখানে যেতে চাই, সেখানে
যেতে পারিনি।
টি-টোয়েন্টিতে নিজেদের আরো ভালো অবস্থানে নিতে একাই ম্যাচ
ঘুরিয়ে দিতে পারে এমন কিছু ক্রিকেটার বাংলাদেশের দরকার।' গত বছর পাকিস্তান ও
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠে বাংলাদেশ। তবে
এরপর খেই হারিয়ে ফেলে টাইগাররা। মাশরাফি বলেন, 'এশিয়া কাপে সাফল্যের পর
বিশ্বকাপেও আমাদের সুযোগ ছিল। তবে বিশ্বকাপে আমরা শেষ করতে পরিনি। ভারত
ম্যাচ যদি দেখেন, শেষ দিকে গিয়ে হেরে গেছি। তবে আমরা ভালো করছি।'
No comments