চকরিয়ায় বাস উল্টে নিহত ২
কক্সবাজারের
চকরিয়ায় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলে
দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে
চকরিয়া বানিয়ার ছড়া স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই
নির্মাণ শ্রমিক। নিহতরা হলেন- মো. কায়সার (২৮) ও নবী হোসেন (৪৫)। তাদের
বাড়ি পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নে। নিহত কায়সার শেখের বিল্লা গোনা
মিয়া পাড়া গ্রামের নাসিরউদ্দিনের ছেলে। আর নবী হোসেন উত্তর মেহেরনামা
গ্রামের মঞ্জুর আলমের ছেলে। নিহতদের লাশ উদ্ধার করে চকরিয়ার বানিছড়া হাইওয়ে
পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন
ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বানিছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল ইসলাম
এসব তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পেকুয়া থেকে কক্সবাজারের ঈদগাঁও
যাওয়ার পথে চকরিয়া বানিয়ার ছড়া স্টেশনের পাশে নির্মাণ শ্রমিকবাহী একটি
মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু'জন
নিহত হন।
No comments