ইসলামের নিন্দুক হিরসির অস্ট্রেলিয়া সফর বাতিল
নেদারল্যান্ডসের
সাবেক এমপি এবং ইসলামের শীর্ষ সমালোচক আয়ান হিরসি আলি অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ড সফর বাতিল করেছেন। নিরাপত্তা শঙ্কায় তিনি এ সিদ্ধান্ত
নিয়েছেন। সোমালিয়ান বংশোদ্ভূত ডাচ-আমেরিকান এ লেখকের সোমবার অস্ট্রেলিয়ায়
একটি টেলিভিশন অনুষ্ঠান ‘হিরো অব হেরেসি’তে (প্রচলিত মতের বিরুদ্ধে
বিশ্বাসী বীর) যোগ দেয়ার কথা ছিল। খবর বিবিসির।
কিন্তু নিরাপত্তা শঙ্কাসহ
বেশ কিছু কারণ দেখিয়ে সফরটি বাতিল করেছেন তিনি। এর আগেও কয়েকবার হত্যার
হুমকি পেয়েছেন হিরসি। অস্ট্রেলিয়ার ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই
ব্রিসবেন, মেলবোর্ন, অকল্যান্ড ও সিডনিতে প্রায় দুই হাজারেরও বেশি টিকিট
বিক্রি করা হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক সংস্থা থিংক ইনকর্পোরেশন এক
বিবৃতিতে জানায়, ‘খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ায় তার ফিরে আসার সম্ভাবনা
ক্ষীণ।’ ১৯৯২ সাল থেকে নেদারল্যান্ডসে বসবাস করছেন হিরসি। ২০০৩ সালে তিনি
দেশটির এমপি নির্বাচিত হন।
No comments