ধামরাইয়ে স্নানোৎসব ও ৫ দিনব্যাপী মেলা শুরু
আজ
মঙ্গলবার থেকে ধামরাইয়ে চৌহাট বংশী নদীতে পাপ মোচনের লক্ষ্যে হিন্দু
সম্প্রদারের বৃহৎ স্নানোৎসব ও ৫ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। স্নানোৎসবের
নেতা মরণ চন্দ্র দে জানান, প্রতিবছরের মতো এবারও মেলা ও স্নানোৎসবে ধামরাই,
মিজাপুর, নাগরপুর ও সাটুরিয়া উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার
হাজার পুণ্যার্থী ও বিভিন্ন ধর্মের মানুষের সমাগম ঘটবে।
No comments