১৪ বছরের আগে সন্তানদের ফোন দেননি বিল গেটস
আপনি হয়তো কল্পনা করতে পারেন বিল গেটসের মতো প্রযুক্তিবিদের সন্তানরা অনেক গ্যাজেট ব্যবহার করে থাকে। কিন্তু বাস্তবতা হল গেটস তার তিন সন্তানকে ১৪ বছর বয়সের আগ পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার করতে দেননি। সম্প্রতি দ্য মিররে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। বয়ঃসন্ধির সময় বাচ্চারা মোবাইল ফোনের জন্য তাদের কাছে জিদ করত; কিন্তু তিনি এবং স্ত্রী মেলিন্ডা ১৪ বছর বয়সের আগ পর্যন্ত তাদের অভিযোগ আমলে নেননি। এছাড়াও তিনি এবং ম্যালিন্ডা দু’জনেই সন্তানদের ‘স্ক্রিনটাইম’ সীমিত করে দিয়েছিলেন।
আর এতে করে তারা যথেষ্ট পরিমাণ ঘুমাতে পারত। যদিও অন্যরা অনেক কম বয়সে এসব গ্যাজেট ব্যবহার করতে পারছে বলে সন্তানরা অভিযোগ করত। গেটস আরও বলেন, আপনি সবসময়ই এসব গ্যাজেটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইবেন, যেমন- হোমওয়ার্ক করা বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা এবং অবশ্যই এটাও খেয়াল রাখা উচিত হবে যেন তা অতিরিক্ত হয়ে না যায়। বিল গেটসের সঙ্গে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এ একটি বিষয়ে মিল ছিল। আইপ্যাড বাজারে আসার পর বাচ্চারা এটা পছন্দ করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্টিভ জবস বলেছিলেন, ওরা এই ডিভাইস ব্যবহার করছে না, বাড়িতে বাচ্চারা কতটুকু প্রযুক্তি ব্যবহার করবে আমরা তার নির্ধারণ করে দিয়েছি।’
বিডিনিউজ। সূত্র : ম্যাশেবল, দ্য মিরর
বিডিনিউজ। সূত্র : ম্যাশেবল, দ্য মিরর
No comments