ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে মির্জাপুরের ধল্যা হতে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যানজটের কারণে পণ্য বোঝাই যানবাহন সময়মত গন্তব্যে পৌঁছাতে পারেনি। হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটে। এছাড়াও মহাসড়কে যানবাহনের চাপ ছিল। এসব কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী বলেন, দিবাগত রাত ৩টার দিকে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
No comments