মুখের ভেতর ঘা
মুখের ভেতর ঘা হওয়ার অনেক কারণ থাকে। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে বা যারা অত্যধিক দুশ্চিন্তা করেন তাদের বারবার এ ঘা হয়।
অ্যাপথাস আলসার : ছোট ছোট হলুদ রঙের ঘা ও তার চারপাশে লাল প্রদাহ ও প্রচণ্ড ব্যথা অ্যাপথাস আলসারের লক্ষণ। যারা মুখের সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় অতিমাত্রায় সচেতন, তাদের এ সমস্যা বেশি দেখা যায়। মানসিক চাপে এটি বাড়ে। এ রোগীদের ভিটামিন বি, ফলিক এসিড ও আয়রনের অভাব বার বার হতে দেখা যায়।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঘা : কোনো ওষুধ খাওয়ার পরপর বা ওষুধ খাওয়া অবস্থাতে মুখে ঘা দেখা দিলে ওষুধ বন্ধ করে অতি শিগগিরই ডাক্তারের পরামর্শ নিন।
রক্তস্বল্পতা : রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া, রক্তের বিভিন্ন কণিকার অভাব, অ্যানিমিয়ার কারণে মুখে ঘা হতে পারে।
ক্যান্সার থেকে ঘা : মুখের ভেতর ক্যান্সার প্রথমে ঘায়ের মতো প্রকাশ পায়। দুঃখজনক হলেও সত্য বেশিরভাগ রোগী এ ঘা’কে গুরুত্ব দেন না এবং ক্যান্সারের অগ্রসর পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হন। যারা পান-সুপারি, জর্দা, খয়ের, সাদা পাতা খান তাদের মুখে ঘা হলে দেরি না করে অতি দ্রুত চিকিৎসকের পরমার্শ নিন।
হারবাল গবেষক ও চিকিৎসক
মর্ডান হারবাল গ্রুপ
মোবাইল : ০১৭১১৩৮৬৬১৭
অ্যাপথাস আলসার : ছোট ছোট হলুদ রঙের ঘা ও তার চারপাশে লাল প্রদাহ ও প্রচণ্ড ব্যথা অ্যাপথাস আলসারের লক্ষণ। যারা মুখের সৌন্দর্য ও পরিচ্ছন্নতায় অতিমাত্রায় সচেতন, তাদের এ সমস্যা বেশি দেখা যায়। মানসিক চাপে এটি বাড়ে। এ রোগীদের ভিটামিন বি, ফলিক এসিড ও আয়রনের অভাব বার বার হতে দেখা যায়।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঘা : কোনো ওষুধ খাওয়ার পরপর বা ওষুধ খাওয়া অবস্থাতে মুখে ঘা দেখা দিলে ওষুধ বন্ধ করে অতি শিগগিরই ডাক্তারের পরামর্শ নিন।
রক্তস্বল্পতা : রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া, রক্তের বিভিন্ন কণিকার অভাব, অ্যানিমিয়ার কারণে মুখে ঘা হতে পারে।
ক্যান্সার থেকে ঘা : মুখের ভেতর ক্যান্সার প্রথমে ঘায়ের মতো প্রকাশ পায়। দুঃখজনক হলেও সত্য বেশিরভাগ রোগী এ ঘা’কে গুরুত্ব দেন না এবং ক্যান্সারের অগ্রসর পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হন। যারা পান-সুপারি, জর্দা, খয়ের, সাদা পাতা খান তাদের মুখে ঘা হলে দেরি না করে অতি দ্রুত চিকিৎসকের পরমার্শ নিন।
হারবাল গবেষক ও চিকিৎসক
মর্ডান হারবাল গ্রুপ
মোবাইল : ০১৭১১৩৮৬৬১৭
No comments