মির্জাপুরে ট্রাককে ট্রাকের ধাক্কা : নিহত ২
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBfJXJ7GpqqzlOSaW6DLd02T7r9a-xSh9Epz_Hgbj2x3SlDWc2HQ3F6jeH3a2zhtWfTohOPCdMZBA6ABtF9l_vn8drkuzuKdfBfahGm0zgBKQ44MrnkJaSAGR2RCyFX__1sBSOjgITDsQI/s400/6.jpg)
টাঙ্গাইলের
মির্জাপুর উপজেলার পেকুয়া এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুজন। থেমে
থাকা একটি ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা গড়াই-সখিপুর সড়কের
একপাশে থেমে থাকা ট্রাকের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁরা কলা ব্যবসায়ী বলে
জানা গেছে। এ সময় ওই ট্রাকে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়।
এতে থেমে থাকা ট্রাকটির ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাঁদের পরিচয়
জানা যায়নি।
No comments