রাঙামাটিতে গুলিসহ আটক ৩
রাঙ্গামাটি
শহরের রাঙ্গাপানি এলাকা থেকে অভিযান চালিয়ে গুলি, চাঁদার রশিদ ও নগদ
টাকাসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার
সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি,
নগদ টাকা, চাঁদার রশিদ ও গুরুত্বপূর্ণ নথি পত্র সহ এদের আটক করা হয়। পুলিশ
জানায়, আটককৃতরা সকলে জনসংহতি সমিতির সঙ্গে জড়িত। এরা হলেন, কালো বরণ
চাকমা ওরফে কালাইয়ে (৩৮), সে সশস্ত্র গ্রুপের সহকারী। অন্য দুই জন কালেক্টর
রনেল চাকমা (৩২) ও তার সহকারী জিকন তঞ্চঙ্গ্যা (২৮)। তারা রাঙ্গাপানি
এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ
রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনেল চাকমার বাড়ী থেকে এ
তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায় আটককৃতদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি, নগদ ২
লক্ষ ৫৭ হাজার টাকা, রশিদ বই, বিভিন্ন ব্যাংকের চেক বই, জমা রশিদ, ২ টি
মোবাইল ফোন সেট, জেএসএস এর সশস্ত্র শাখার তালিকা সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার
করা হয়।
রাতে আটক তিনজনকে কোতয়ালী পুলিশে হস্তান্তর করা হয়। রাঙ্গামাটি
কোতয়ালী থানার এস,আই মোসাদ্দেক আলী জানান, যৌথ বাহিনী আটকতৃদের পুলিশের
কাছে হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সরঞ্জামও পুলিশের কাছে
দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এদিকে পার্বত্য
চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত এক
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি শহরের রাঙাপানি এলাকা থেকে শনিবার বিকাল সাড়ে
চারটার দিকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চালিয়ে যাদের আটক করেছে তারা কেউ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য নয়। তাছাড়া জনসংহতি সমিতি বা
জেএসএস এর ‘সহকারী পরিচালক (কালেক্টর)’ বা ‘সহকারী কালেক্টর’ হিসেবে কোন
সাংগঠনিক পদ বা দায়িত্ব যেমনি নেই, তেমনি ‘সশস্ত্র গ্রুপের প্রশাসনিক
সহকারী’ হিসেবে কোন পদের অস্তিত্বও নেই।
No comments