ভারতে ২১ জনের বিরুদ্ধে বাংলাদেশী বালিকা গণধর্ষণের অভিযোগ
বাংলাদেশী ১৪ বছর বয়সী একটি বালিকাকে ভারতের গণধর্ষণ করেছে ২১ নরপিশাচ। এমন অভিযোগে শনিবার মামলা করেছে ওই বালিকা। পুলিশ শুরু করেছে তদন্ত। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, জুনাগড় শহরের ম্যাঙ্গরোল ও আহমেদাবাদে তার ওপর ওই নারকীয় অত্যাচার করা হয়। সূত্র বলেছে, বৃহস্পতিবার বিকালে ওই বালিকা ম্যাঙ্গরোলে একটি বাস টার্মিনালে দাঁড়িয়ে কাঁদছিল। এ সময় লোকজন তার কাছে কারণ জানতে চায়। সে তাদেরকে সব খুলে বললেও স্থানীয়রা ভাষাগত সমস্যার কারণে তার কথা বুঝতে পারছিলেন না। এ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সেখানে পুলিশের কাছে সব কথা বলে দেয় সে। সে বলে তার বাড়ি বাংলাদেশে। তাকে ভারতে বিক্রি করে দিয়েছে একটি চক্র। আহমেদাবাদ হয়ে ম্যাঙ্গরোলে পৌঁছে সে। অভিযোগে সে বলেছে, প্রথমে তাকে আহমেদাবাদে গণধর্ষণ করে ৭ জন। এরপর গত সপ্তাহে ম্যাঙ্গরোলে গণধর্ষণ করে ১৪ জন। সে আরো বলেছে, পশ্চিমবঙ্গের বনগাঁয় সাই নামে একজন এজেন্টের কাছে তাকে তার এক আত্মীয় বিক্রি করে দিয়েছে। ওই বালিকাকে জুনাগড়ে নারীদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে দোভাষীর সহায়তায় তার ওপর চালানো অত্যাচার ও বিক্রি করে দেয়ার তথ্য প্রকাশ করে।
No comments