ওয়াসার এমডিসহ দু'জনের হাইকোর্টে ব্যাখ্যা দাখিল
রাজধানীর
পল্টনে কালভার্ট রোডে ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক অন্ধ ব্যক্তি মারা
যাওয়ার ঘটনায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা
দাখিল করেছেন। রোববার সকালে ওয়াসার এমডি তাসকিন আহমেদ ও ডিসিসির প্রধান
নির্বাহী খান মো. বেলাল হাইকোর্টে হাজির হন। তাদের দাখিলকৃত ব্যাখ্যার
শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ দুপুরে এ বিষয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করেন।
আদালতে ঢাকা ওয়াসার এমডি তাসকিন আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার
শফিক আহমেদ ও আইনজীবী মাহবুব শফিক। আর ডিএসসিসির সিইও খান মো. বেলালের
পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। গত ৭ মার্চ ম্যানহোলে পড়ে এক
ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে
স্বপ্রণোদিত হয়ে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করা করা হয়। রুলে
সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলার কারণে কেন তাদের দায়ী করা হবে না তা জানতে
চাওয়া হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তির পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়। রুলে স্থানীয় সরকার সচিব, ঢাকা মহানগর
পুলিশের কমিশনার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ড্রেনেজ বিভাগের নির্বাহী প্রকৌশলী,
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও পল্টন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
No comments