পাকিস্তান দিয়েই সিল্ক রুট হবে : চীন
পাকিস্তান-নিয়ন্ত্রিত
কাশ্মীর দিয়েই যাবে নতুন সিল্ক রুট। সুস্পষ্টভাবে জানিয়ে দিল চীন। নতুন
সিল্ক রুট নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল ভারত। তাতে আমল দিতে নারাজ
বেইজিং। বরং জোরালোভাবে জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ওই পথের কাজ বন্ধ হবে
না। ভারতের অভিযোগ ছিল, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দিয়ে এই সিল্ক রুট
গেলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। বিশেষ করে পাকিস্তান এর সুযোগ নেবে।
সন্ত্রাসবাদী কার্যলাপ আরো বাড়বে। এই আশঙ্কায় জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে
দরবার করেছিল ভারত। চীনের পাল্টা দাবি ছিল, মানব কল্যাণেই এই সিল্ক রুট
তৈরি করা হচ্ছে। এর ফলে চীনের সঙ্গে
ভারত–পাকিস্তান–আফগানিস্তান–তুর্কমেনিস্তান এক সূত্রে যুক্ত হবে। বাণিজ্যের
উন্নতি হবে। জনজীবনে তার প্রভাবও ভালো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি কিন্তু চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের এই যুক্তিতে বিশেষ গুরুত্ব
দিতে চাননি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন,
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ চীনের এই উন্নয়নমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তার উপরে দালাই লামাকে নিয়ে ভারতের বিশেষ মনোভাবে যারপরনাই রুষ্ট হয়েছে
চীন।
দালাই লামার ভারতে থাকা নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিল চীন। এর মধ্যে পর
পর কয়েকটি ধর্মীয় সভায় দলাই লামাকে বিশেষ অতিথি করে আমন্ত্রণ জানিয়েছে
ভারত। আগুনে ঘি পড়ার মতোই নতুন করে জ্বলে উঠেছে চীন। দু’য়ে মিলে সিল্ক রুট
নিয়ে স্পষ্ট নিজেদের অবস্থানও সাফ ভারতকে জানিয়ে দিয়েছে বেইজিং। উরি ও
পাঠানকোট হামলার পর সন্ত্রাস নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে জিন পিং। এক
মাত্র চীনই জাতিসঙ্ঘ পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণার বিপক্ষে মত
দিয়েছে। ফলে সম্পর্কে তিক্ততা একটু একটু করে বাড়ছিলই। এবার আরও একধাপ চড়ল।
শুধু সিল্ক রুট নয়, ভারত মহাসাগর থেকে চীন পর্যন্ত নতুন সড়ক তৈরি করতে
চলেছে বেইজিং। সেটি আবার অরুণাচলের গা ঘেঁষে তৈরি হচ্ছে। তাতেও অশনি সংকেত
দেখছে ভারত। শিগগিরই রেলপথে ইউরোপ–এশিয়াকেও একযোগে বাঁধতে চলেছে চীন। যা
কিন্তু আমেরিকারও মাথাব্যথার কারণ হতে পারে।
No comments