নড়াইলে গলদা চিংড়ি চাষিদের সমাবেশ
নড়াইলে
সফল প্রকল্পের গলদা চিংড়ি চাষীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২
মার্চ) দুপুরে সদরের মুলিয়া বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মৎস্য অফিসের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ
বিভাগের উপ-পরিচালক প্রফুল্ল কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র কান্ট্রি
ম্যানেজার সেলিম রেজা হাসান,
যশোরের এমইউসি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক
শ্যামল দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম, জাগরণী
চক্রের ডেপুটি ডিরেক্টর অদিতি আরজু, সফল প্রকল্প যশোরের অ্যাসিসটেন্ট
প্রোগ্রাম কো-অর্ডিনেটর সত্যনারায়ন রায়, সফল প্রকল্পের কর্মকর্তা খন্দকার
মাজহাব উদ্দিন, পরিচালক তৌহিদুল ইসলাম, সফল প্রকল্প নড়াইল সদরের কর্মকর্তা
ফরহাদ রেজা জোয়ার্দ্দার প্রমুখ। সভাপতিত্ব করেন মুলিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান রবীন্দ্রনাথ আধিকারী। বক্তারা, গলদা চিংড়ির মান নির্ণয়, সঠিক
ওজন ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে শতাধিক চিংড়ি চাষি
অংশগ্রহণ করেন।
No comments