গাইবান্ধা উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে
গুলিতে
নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আসনে উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
নির্বাচন কর্মকর্তারা জানান, বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই
গাইবান্ধা-১ আসনের এই উপ নির্বাচন শুরু হয়। ১০৯টি কেন্দ্রে ভোট চলবে একটানা
বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটের শুরুতে কয়েকটি কেন্দ্রে উপস্থিতি কম দেখা
গেলেও ইসি কর্মকর্তারা আশা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের
উপস্থিতিও বাড়বে। এ আসনের এমপি হতে ভোটের লড়াইয়ে আছেন সাতজন। তাদের মধ্যে
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ ‘নৌকা’ প্রতীক ও
জাতীয় পার্টির (এরশাদ) শামীম হায়দার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়া জাসদের মোহাম্মদ আলী প্রামানিক ‘মশাল’, জাতীয় পার্টির (জেপি)
ওয়াহেদুজ্জামান সরকার বাদশা ‘সাইকেল’, গণফ্রন্টের শরিফুল ইসলাম ‘মাছ’,
এনপিপির জিয়া জামান খান ‘আম’ ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন ‘আপেল’
প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ
বাড়িতে আওয়ামী লীগের সংসদ সদস্য লিটন গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।
No comments