নাঈম-শখের ভিন্ন রকম প্রেম
আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ভিন্ন রকম প্রেম’। ক্যাম্পাস, বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের ভুল বোঝাবুঝি এগুলো ঘিরেই এ নাটকের গল্প গড়ে উঠেছে। যেখানে খুশি নামের একটা মেয়ের প্রেমে পড়ে জয়। কিন্তু মেয়েটি তাকে এড়িয়ে চলে। কোনোভাবেই জয় খুশির কাছাকাছি আসতে পারে না। বন্ধুরা নানা রকম পরিকল্পনা করতে থাকে জয়কে সাহায্য করার জন্য। এভাবেই ক্যাম্পাস জীবনের চলমান ঘটনা আর পাওয়া না পাওয়ার ভেতর দিয়ে গল্প এগিয়ে চলে। নাটকে গল্পের প্রয়োজনে সুমন (অর্থহীন) এর গাওয়া ‘তোমার জন্য’ গানটি ব্যবহার করা হয়েছে।
আসিফ ইকবাল জুয়েলের রচনা ও পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, শখ, ইভান সাইর, রুমি, শেহজাদ ওমর প্রমুখ। এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘ক্যাম্পাস লাইফের প্রেমে ইমোশনের এক ধরনের ঢেউ থাকে। পাগলামি থাকে। প্রচণ্ড সেই ঢেউয়ের ধাক্কায় প্রেম এগিয়ে চলে। এ নাটকে সেই ইমোশনটাই তুলে ধরা হয়েছে। যা দেখে দর্শকের ভালো লাগবে।’ শখ বলেন, ‘নাটকের স্ক্রিপ্ট পড়ে আমার খুব ভালো লেগেছিল। ক্যাম্পাস লাইফের গল্পটা খুব দারুণভাবে উঠে এসেছে। শুটিংয়ে আমি সাইকেল চালিয়েছি একাধিকবার। খুব মজা করে অভিনয় করেছি।’ নাটকটি ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে।
No comments