পূর্ণাঙ্গ চুক্তির অনেক পথ বাকি
বৈশ্বিক তাপমাত্রা কমাতে একটা খসড়া চুক্তি অনুমোদন করেছে বিশ্বের প্রায় ২০০ দেশের শীর্ষ কর্মকর্তারা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে শনিবার এ চুক্তি অনুমোদিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গ্রিন হাউস গ্যাস থেকে ধরিত্রী রক্ষায় ওই নিঃসরণ চুক্তির খসড়ায় স্বাক্ষর করেছে ১৯৫ দেশ। শনিবার দিনের শুরুতেই ওই চুক্তির খসড়া সম্মেলনে পেশ করা হয়। চার বছর ধরে আলোচনার পর ৪২ পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়। সোমবার থেকে বিশ্বের প্রায় সব দেশের মন্ত্রীরা আলোচনা চালিয়ে যাচ্ছে চুক্তিটি সম্পন্ন করার। যাতে খসড়া চুক্তিকে আইনি বাধ্যবাধতার আলোকে বাস্তবায়ন করা যেতে পারে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে রূপরেখা তুলে ধরা খসড়াটি আগামী সপ্তাহে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হবে। ফ্রান্সের জলবায়ুবিষয়ক দূত লহন্স তুবিয়ানা বলেন, ‘এই প্রস্তাব একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে সবার সদিচ্ছার প্রতীক। যদিও এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। একমত হতে হবে বড় বড় রাজনৈতিক ইস্যুতে।’ তার মতে, পূর্ণাঙ্গ চুক্তির পথ এখনও অনেক বাকি। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য কীভাবে জলবায়ু তহবিল সংগ্রহ করা হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে। তবে এই চুক্তির ক্ষেত্রে দুটো বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলে জানান পরিবেশবাদী গ্রুপ ফাউন্ডেশন নিকোলাস হুলোটের মুখপাত্র ম্যাথিউ অরফেলিন। সেগুলো হচ্ছে, কখন থেকে কার্বন নিঃসরণ কমানো শুরু হবে ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গরিব দেশগুলোকে কখন থেকে অর্থ সহায়তা দেয়া হবে।
২০১১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই চুক্তির প্রাথমিক কাজ শুরু হয়। খসড়া প্রস্তাবে এখনও অনেক বিষয় অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে বলে মনে করছে অনেক দেশ। এদিকে, জলবায়ু পরিবর্তন অ্যাকশন প্রোগ্রামের অর্থায়ন নিয়ে উন্নয়নশীল দেশগুলোর রোষানলে পড়েছে উন্নত দেশগুলো। ধনী দেশগুলোর অর্থদানের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নয় অনুন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা। অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর পক্ষে জোরোলো কণ্ঠ হিসেবে সোচ্চার রয়েছে ভারত। প্যারিস সম্মেলনে ভারতের প্রতিনিধি অজয় মাথুর এএফপিকে বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করতে হলে আমরা ধনী দেশগুলোর কাছ থেকে অর্থ চাই। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পেছনে দায়ী শিল্পোন্নত ধনী দেশগুলোই। গার্ডিয়ান প্রকাশিত নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বেরর ১৭ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধায় মৃত্যুবরণ করতে পারে। ৩০ নভেম্বর থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ‘কপ২১’ শীর্ষক এই সম্মেলনে দীর্ঘমেয়াদে কার্বন নির্গমণ কমানোর উদ্যোগ নেয়ার চেষ্টা করা হচ্ছে। সম্মেলনে ১৩০টির বেশি উন্নয়নশীল দেশের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকার নজিফো এমজাকাতো-ডিসেকো বলেন, ‘আশা করছি আমাদের কাজের আরও উন্নতি হবে।’
No comments