ক্যালিফোর্নিয়ায় হামলাকারীরা ‘আইএস সেনা’
ক্যালিফোর্নিয়ায় হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত দম্পতিকে ইসলামিক স্টেটের (আইএস) সৈন্য হিসেবে অভিযুক্ত বলে জানিয়েছে তারা (আইএস)। অন্যান্যবারের ন্যায় এবার এ হামলার প্রত্যক্ষ দায় স্বীকার করেনি সিরিয়া ও ইরাকভিত্তিক আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠীটি। খবর এএফপি। ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনোর একটি সেবা কেন্দ্রে হলিডে পার্টিতে হামলার তিনদিন পর শনিবার জঙ্গিগোষ্ঠীটির সম্প্রচার মাধ্যম আল বয়ান রেডিও থেকে এ দাবি করা হয়েছে। হামলার পর ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ হামলার পেছনে ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ রয়েছে বলে জানিয়েছে।
তবে প্রাথমিকভাবে এর কোনো প্রমাণ সংগ্রহ করতে না পারলেও জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছে এফবিআই। মার্কিন কর্তৃপক্ষের দাবি, মালিক ও তার স্বামী আইএস দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তবে ওই হামলার সঙ্গে সরাসরি জঙ্গিগোষ্ঠীটি জড়িত কিনা তার তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি। হামলায় অংশ নেয়া ফারুক ছিলেন ওই সেবা কেন্দ্রের স্বাস্থ্য বিশেষজ্ঞ। হামলার আগে তাশফিন মালিক একটি ছদ্মনামে আইএসের স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদিকে ভিন্ন নামে প্রশংসা করে ফেসবুকে একটি পোস্ট দেন। পরে অবশ্য পোস্ট সরিয়ে ফেলা হয়েছে। এএফপি।
No comments