আইএসের বিদেশী যোদ্ধা বেড়েছে দ্বিগুণ
ইরাক ও সিরিয়ায় গত এক বছরে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) বিদেশী যোদ্ধার সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। বর্তমানে দেশ দুটিতে বিদেশী যোদ্ধার সংখ্যা ২৭ হাজারে পৌঁছেছে। নিউইয়র্কভিত্তিক গোয়েন্দা পরামর্শক সংস্থা দ্য সোফান গ্র“প মঙ্গলবার এ দাবি করেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে একথা বলা হয়েছে। সংস্থাটির দাবি অনুসারে গত বছরের জুনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সিরিয়ায় বিদেশী যোদ্ধার সংখ্যা ছিল ১২ হাজার। বর্তমানে ইরাক ও সিরিয়ায় তা ২৭ থেকে ৩০ হাজারে পৌঁছেছে। বিশ্বের প্রায় ৮৬টি দেশ থেকে যোদ্ধারা এ দুটি দেশে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে আইএস হাজার হাজার লোককে তাদের গ্র“পে আনতে সক্ষম হয়েছে এবং আরও অনেক লোকের সমর্থন আদায় করেছে। সোফান গ্র“প জানায়,
বিশ্বের প্রায় ৮৬টি দেশের ২৭ থেকে ৩১ হাজার যোদ্ধা ইরাক ও সিরিয়ায় প্রবেশ করে। ২০১৪ সালের জুন মাসে তাদের সর্বশেষ প্রকাশিত একই ধররের প্রতিবেদনে দেখা যায়, প্রায় ১২ হাজার বিদেশী যোদ্ধা সিরিয়ায় প্রবেশ করে। মধ্যপ্রাচ্য ও মাগরেব অঞ্চলের দেশ থেকে সবচেয়ে বেশিসংখ্যক যোদ্ধা এ দুই দেশে প্রবেশ করে। এ দুই অঞ্চলের প্রত্যেকটি থেকে প্রায় ৮ হাজার করে যোদ্ধা ইরাক ও সিরিয়ায় প্রবেশ করে। এছাড়া ইউরোপের দেশ থেকে প্রায় ৫ হাজার এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশগুলো থেকে প্রায় ৪ হাজার ৭০০ যোদ্ধা এ দুই দেশে প্রবেশ করে বলে জানা যায়। সোফান গ্র“প আরও জানায়, পরে ২০ থেকে ৩০ শতাংশ বিদেশী যোদ্ধা তাদের দেশে ফিরে যায়। এতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এদিকে আইএস বিদেশের মাটিতে তাদের হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে। জঙ্গি গ্র“পটি গত মাসে প্যারিসে ভয়াবহ হামলার দায়িত্ব স্বীকার করেছে। উল্লেখ্য, ওই হামলায় ১৩০ জনের প্রাণহানি ঘটে।
No comments