সাভারের সাবেক এমপি সালাহউদ্দিন, পৌর মেয়র রেফাতউল্লাহ গ্রেফতার
ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার পৌর মেয়র রেফায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায রোববার সকালে তাদের গ্রেফতার করা হয়। ডা. সালাহউদ্দিনকে রাজধানীর পরিবাগের নিজ বাসা থেকে গ্রেফতার করে সাভার মডেল থানার পুলিশ। পুলিশ জানায়, ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পরে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে পুলিশ। এসব মামলায তিনি এত দিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সাভার থানার পুলিশ। তাকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন কাদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছিলাম। এরই মধ্যে তিনি পবিত্র হজ পালন করেছেন। তার পর তিনি বিভিন্ন মামলা মাথায় নিয়ে রাজনীতিতে সক্রিয় হন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।” অন্যদিকে নাশকতার মামলায় রোববার সকালে সাভার পৌর মেয়র ও বিএনপির নেতা আলহাজ রেফায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধেও নাশকতার একাধিক মামলা রয়েছে। ঘ্টনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
No comments