বাংলাদেশে বিদেশিদের ওপর নির্বিচার হামলার আশঙ্কা ব্রিটেনের
বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর নির্বিচার হামলার আশঙ্ক করছে ব্রিটেন।
বাংলাদেশে অবস্থানরত অথবা বাংলাদেশে যেতে ইচ্ছুক নিজ দেশের নাগরিকদের সতর্ক করে আজ শুক্রবার দেয়া নতুন বার্তায় ব্রিটিশ পররাষ্ট্র দফতর এই আশঙ্কা প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি দুই বিদেশি হত্যার দায় আইএস স্বীকার করেছে। পশ্চিমাদের লক্ষ্য করে আরো আক্রমণ হতে পারে। এই আক্রমণ হতে পারে নির্বিচার। ব্রিটেনের নাগরিকদের অবশ্যই সজাগ থাকতে হবে, সাবধানে চলাচল করতে হবে এবং নিরাপত্তার জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
বার্তায় সর্বসাধারণ ব্যবহার করে এমন স্থানগুলো থেকে নিজেকে আড়াল রাখা এবং হোটেল বা সম্মেলন কেন্দ্রের মত স্থানে পশ্চিমারা সমাবেত হতে পারে এমন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ সীমিত রাখার জন্য ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর নিজেদের নাগরিকদের জন্য ইতোপূর্বে দেয়া সতর্কবার্তা অব্যাহত রেখেছে।
বাংলাদেশে অবস্থানরত অথবা বাংলাদেশে যেতে ইচ্ছুক নিজ দেশের নাগরিকদের সতর্ক করে আজ শুক্রবার দেয়া নতুন বার্তায় ব্রিটিশ পররাষ্ট্র দফতর এই আশঙ্কা প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের উচ্চ ঝুঁকি রয়েছে। সম্প্রতি দুই বিদেশি হত্যার দায় আইএস স্বীকার করেছে। পশ্চিমাদের লক্ষ্য করে আরো আক্রমণ হতে পারে। এই আক্রমণ হতে পারে নির্বিচার। ব্রিটেনের নাগরিকদের অবশ্যই সজাগ থাকতে হবে, সাবধানে চলাচল করতে হবে এবং নিরাপত্তার জন্য যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
বার্তায় সর্বসাধারণ ব্যবহার করে এমন স্থানগুলো থেকে নিজেকে আড়াল রাখা এবং হোটেল বা সম্মেলন কেন্দ্রের মত স্থানে পশ্চিমারা সমাবেত হতে পারে এমন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ সীমিত রাখার জন্য ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর নিজেদের নাগরিকদের জন্য ইতোপূর্বে দেয়া সতর্কবার্তা অব্যাহত রেখেছে।
No comments