যুদ্ধাবস্থা ঠেকাতে দুই কোরিয়ার বৈঠক
সীমান্তে সৃষ্ট উত্তেজনা কমাতে শনিবার সন্ধ্যায় বৈঠক করেছে দক্ষিণ ও উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, কোরীয় সীমান্তের পানমুনজম ট্রুস গ্রামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উভয় দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ইনচিওনে স্থানীয় সময় বিকাল ৩ টা ৫২ মিনিটে রকেট হামলা চালায় উত্তর কোরিয়া। এর জবাবে বেশ কয়েকটি ১৫৫এমএম গোলাবর্ষণ করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
এ ঘটনার পরপরই সীমান্ত অঞ্চল থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয় দক্ষিণ কোরিয়া। বিষয়টি নিয়ে সীমান্ত অঞ্চলে লাউড স্পিকারের মাধ্যমে প্রচারণা অব্যাহত রাখে দেশটি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রচারনা বন্ধে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ডেডলাইন দেয়া হয়। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন শুক্রবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। ওদিকে দক্ষিণ কোরিয়াও সীমান্ত সংলগ্ন স্থানে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রয়েছে। এ অবস্থায় দুই কোরিয়াকে সংঘর্ষ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
No comments