তৃতীয় পক্ষ টানলে কোনো আলোচনা হবে না : সুষমা
সন্ত্রাসবাদ এজেন্ডা থেকে সরে গেলে কোনো আলোচনা হবে না বলে পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছে ভারত। পাক-ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে কোনো তৃতীয় পক্ষ সহ্য করা হবে না। নো কাশ্মীর, নো হুরিয়াত। এ শর্তে রাজি হলে ইসলামাবাদকে নয়াদিল্লি সফরের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ জানান,
আগাম কোনো শর্ত ছাড়াই দিল্লিতে এনএসএ পর্যায়ের বৈঠকে যোগ দিতে প্রস্তুত তিনি। কিন্তু সঙ্গে এটাও ইঙ্গিত দিলেন, কাশ্মীর ছাড়া দু’দেশের মধ্যে আলোচনা কখনোই সম্ভব না। সরতাজকে এদিন প্রথমেই প্রশ্ন করা হয়, বৈঠক বাতিল হচ্ছে কি-না, উত্তরে কৌশলী সরতাজ বল ঠেললেন ভারতের কোটেই। বলেন, ‘এখন পর্যন্ত কোনো পক্ষই বৈঠক বাতিল ঘোষণা করেনি। আমিও খোলা মনে বিনা শর্তেই দিল্লি যাচ্ছি। এবার ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।’ দিল্লি গেলেই যে তার সঙ্গে হুরিয়াত নেতাদের কথা হয়, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘হুরিয়াতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। যেভাবে হুরিয়াত নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তা ঠিক নয়।’ বিকালে সংবাদ সম্মেলনে পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়ে সুষমা স্বরাজ জানিয়ে দিলেন, আলোচ্যসূচিতে নতুন কিছু যোগ হওয়া সম্ভব নয়। তার মতে, ‘উফায় দুই দেশের প্রধানমন্ত্রীরা আলোচনা করে বৈঠকের সূচি ঠিক করেছেন। তাতে সায় দিয়েছে দুই দেশই এবং এ সূচি অনুযায়ী কোথাও কাশ্মীর প্রসঙ্গ নেই। শুধু সন্ত্রাসবাদ নিয়েই আলোচনা হওয়ার কথা। এ কথা মাথায় রেখেই যেন আলোচনায় আসেন সরতাজ আজিজ।’ কাশ্মীর নিয়ে আলোচনা শুধু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়া সম্ভব বলে জানিয়ে সুষমার দাবি, ‘সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীর নিয়ে আলোচনা শুধু দুই দেশের মধ্যেই হবে। এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ থাকবে না। হুরিয়াত কখনোই তাই তৃতীয় পক্ষ হতে পারে না।’ ভারত যে কোনোভাবেই এনএসএ পর্যায়ের বৈঠক বাতিল করতে চায় না, তা জানিয়ে সুষমা বলেন, ‘উফার বৈঠকের পর ৯১ বার সংঘর্ষবিরতি চুক্তি লংঘন করেছে পাকিস্তান। এর পর ঘটেছে উধমপুর, গুরদাসপুরের মতো সন্ত্রাসবাদী হামলা। যাতে সরাসরি পাকিস্তানের যোগ প্রমাণিত হয়েছে। এত কিছুর পরও ভারত বৈঠক বাতিল করেনি।’ ইসলামাবাদকে ভারত কড়া বার্তা দিলেও এখনও কিন্তু স্পষ্ট হল না বৈঠক আদৌ হবে কি-না। কাশ্মীর প্রসঙ্গ রাখার শর্তে পাকিস্তান অনড় থাকলে হয়তো বাতিলই হবে এ বৈঠক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
রোববার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের আগে বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা সরতাজ আজিজের পক্ষে যথাযথ হবে না। গত বছর একই ধরনের একটি বৈঠক হওয়ার ঘটনায় যুদ্ধ করতে পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বাতিল করেছিল। এর ফলে দুই দেশের মধ্যকার টানাপোড়েন সম্পর্কে আরও খানিকটা ভাটা পড়ে। সরতাজ আজিজ আজ সকালে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বিনা কারণে বিতর্ক সৃষ্টির অভিযোগ করে বলেন, ‘আমার পক্ষ থেকে আমি এখনও এনএসএ আলোচনার জন্য বিনা শর্তে দিল্লি যেতে প্রস্তুত আছি।’ ভারত রোববারের বৈঠক ‘কার্যত বাতিল করেছে’ উল্লেখ করে বলেন, ‘সব সময়ের মতো ভারত তার মিডিয়ার মাধ্যমে তার কূটনীতির একটি দিক পরিচালনা করছে।’ শুক্রবার ভারত পাকিস্তানকে বিরল এ নিরাপত্তা বৈঠকের প্রাক্কালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক না করার আহ্বান জানায়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের শনিবার শেষ বেলা সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতা করার কথা রয়েছে। পাক-ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের আলোচনা সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীর নিয়ে আলোচনা শুধু দুই দেশের মধ্যেই হবে। এর মধ্যে তৃতীয় কোনো পক্ষ থাকবে না। হুরিয়াত কখনোই তাই তৃতীয় পক্ষ হতে পারে না
No comments