সংলাপের পরামর্শ ড্যানিশ মন্ত্রীর
দেশের
চলমান রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন ডেনমার্ক। সঙ্কট উত্তরণে সরকার অন্য
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা সফররত
ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রী মগেন্স জেনসেন। বুধবার সকালে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত
করেন। মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসায় ঘন্টাব্যাপী বৈঠকের পর বেরিয়ে
যাওয়ার পথে গণমাধ্যমের মুখোমুুখি হন ডেনিশ মন্ত্রী। সেখানে তিনি বলেন, কেবল
তার দেশই নয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সবাই উদ্বিগ্ন। আমরা
বিশ্বাস করি, অর্থনীতির স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতে
দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার ডেনমার্ক সরকারের
ওই গুরুত্বপূর্ণ প্রতিনিধি বলেন, যে কোন দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক
স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বাংলাদেশ কতৃপক্ষের ওপর আমাদের আস্থা রয়েছে।
আশা করি সঙ্কট কাটিয়ে উঠতে সরকার অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে। এক
প্রশ্নের জবাবে মগেন্স জানান, রাজনৈতিক অস্থিরতা থাকলেও ব্যক্তিগতভাবে
তিনি নিরাপত্তাহীন বোধ করছেন না। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার
বিষয়টি স্বীকার করেন অর্থমন্ত্রী। বলেন, হ্যাঁ, এসব (রাজনৈতিক পরিস্থিতি)
নিয়ে কথা হয়েছে। তারা তাদের কথা বলেছে। আমিও আমাদের কথা বলেছি।
No comments