তসলিমা নাসরিনের লেখা নিয়ে ক্ষুব্ধ ভারতের মুসলিমরা
বাংলাদেশের
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের একটি লেখা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ভারতের
মুসলিমদের মধ্যে। ফরাসি ম্যাগাজিন ‘শার্লি এবদো’ অফিসে হত্যাকাণ্ডের পর
তসলিমা সম্প্রতি একটি লেখায় পবিত্র কুরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন বলে এর
নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম মজলিশে মুশাওয়ারাত, জামায়াতে ইসলামী
হিন্দসহ মুসলিমদের বেশ কিছু সংগঠন। গতকাল এ খবর দেয়া হয়েছে অনলাইন টাইমস অব
ইন্ডিয়ায়। এতে বলা হয়েছে, তসলিমা তার ওই লেখায় শার্লি এবদোতে মহানবী হযরত
মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্রের পক্ষে অবস্থান নিয়েছেন। এর জবাবে অল
ইন্ডিয়া মুসলিম মজলিশে মুশাওয়ারাতের সাধারণ সম্পাদক আবদুল আজিজ বলেছেন,
ইসলাম হলো শান্তি ও বন্ধুত্বের ধর্ম। এখানে সহিংসতার কোন স্থান নেই। আবদুল
আজিজ নিজে একজন সাংবাদিক। তিনি বলেছেন, মহানবী (স.)কে ব্যঙ্গ করায় তসলিমা
সমর্থন করতে পারেন। কিন্তু তা মুসলিমদের কাছে গ্রহণযোগ্য নয়। কারণ,
মুসলিমরা মহানবী (স.)কে তাদের পিতামাতার চেয়ে বেশি ভালবাসেন, শ্রদ্ধা করেন।
তিনি আরও বলেন, ধর্মের অবমাননা হয়তো ফ্রান্সের সংবিধানে থাকতে পারে।
কিন্তু ভারতীয় সংবিধানে তা অনুমোদিত নয়। উল্টো ধর্মের অবমাননা করলে তা
ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫-এ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এরপরই শার্লি
এবদো’র মত প্রকাশের স্বাধীনতার দাবিকে খণ্ডন করেন আবদুল আজিজ। তিনি বলেন,
রাজনীতি নিয়ে কার্টুনশিল্পী ৮০ বছর বয়সী মাউরিস সিনেটকে বরখাস্ত করেছে
শার্লি এবদো। এর কারণ, তিনি একটি কার্টুন এঁকেছিলেন। তাতে দেখানো হযেছিল,
সম্পদশালী এক ইহুদি নারীর সঙ্গে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস
সারকোজির ছেলের সম্পর্ক আছে। এই অপরাধে তাকে চাকরিচ্যুত করা হয়। এতে প্রমাণ
হয়, ওই ম্যাগাজিনে মত প্রকাশের স্বাধীনতা কতটা মুক্ত। মহানবী (স.)কে নিয়ে
ব্যঙ্গচিত্রের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি
মোহাম্মদ নুরুদ্দিন বলেন, তসলিমা নাসরিন সৎ উদ্দেশ্য নিয়ে পবিত্র কুরআন
থেকে উদ্ধৃতি দেন নি। ইসলামের বিরুদ্ধে ভুল ধারণা ছড়িয়ে দেয়ার জন্য তিনি
এটা করেছেন।
No comments