‘মানুষ হত্যার দায় দুই দলকে নিতে হবে’
রাজনীতির
নামে দেশে সাধারণ মানুষ হত্যার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ
মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। তিনি বলেছেন, এসব
হত্যাকান্ডের জন্য সরকার ও ২০ দলীয় জোটকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুক্রবার
বিকালে রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে সন্ত্রাস বিরোধী আলোক
মিছিল ও কামরুজ্জামানের রায় কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চের একাংশের
গণঅবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি। পরে ওই অংশের কর্মীরা
হরতাল-অবরোধের নামে চলমান সন্ত্রাসের বিরুদ্ধে একটি সন্ত্রাস বিরোধী আলোক
মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
হয়ে শহীদ মিনার ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়। এদিকে, হরতাল-অবরোধের
নামে দেশব্যাপী সন্ত্রাসের প্রতিবাদে জাদুঘরের সামনে সমাবেশ ও মিছিল করেছে
গণজাগরণ মঞ্চের আরেকটি অংশ। মঞ্চের অন্যতম সংগঠক কামাল পাশা চৌধুরীর
নেতৃত্বে সমাবেশ শেষে একটি সাদা পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা
বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় শাহবাগ গিয়ে শেষ হয়। ইমরান বলেন, ৫ই
জানুয়ারির পর দেশে নতুন পরিস্থিতি তৈরী হয়েছে। রাজনীতির নামে দেশে মানুষ
হত্যার মহোৎসব চলছে। বাসে আগুন দিয়ে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা
হচ্ছে। মানুষ ঘর থেকে বের হলে আর ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কার মধ্যে
থাকে। আমরা এক ভয়ানক পরিস্থিতি অতিবাহিত করছি। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী
সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের বেষ্টনীর
মধ্যে মানুষকে হত্যা করা হচ্ছে। যারা হত্যা করছে তাদের গ্রেফতার করাও সম্ভব
হচ্ছে না। নিরীহ মানুষকে হত্যা করার পর দুই বড় রাজনৈতিক দল নতুন নাটক
সাজাচ্ছে, বিবৃতি দিয়ে একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এসময় তিনি
চলমান সন্ত্রাস রুখতে আগামী মঙ্গলবার দেশব্যাপী সন্ত্রাস বিরোধী গণঅবস্থান
কর্মসূচি ঘোষণা করেন। ঐদিন বিকাল তিনটায় শাহবাগে গণঅবস্থান কর্মসূচি পালন
করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
No comments