মেসিই ত্রাতা বার্সার
স্পেনের কোপা দেল রে’র শেষ আটের প্রথম পর্বের ম্যাচ কষ্টেসৃষ্টে জিতেছে বার্সেলোনা। আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসির শেষ সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারায় লুইস এনরিকের দল। ন্যুক্যাম্পে বুধবার রাতে বার্সেলোনা সমর্থকদের মুখে হাসি ফোটানো গোলটি ৮৫ মিনিটে করেন মেসি। বক্সের মধ্যে বল দখলের লড়াইয়ের একপর্যায়ে অ্যাটলেটিকোর হুয়ানফ্রান বার্সেলোনার সার্গিও ?বুসকেটসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মেসির পেনাল্টি শট প্রথম দফায় রুখে দিলেও শেষরক্ষা করতে পারেননি ইয়ান ওব্লাক। ফিরতি শটে স্লোভেনিয়ার এ গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ প্রথম একাদশে থাকায় প্রথমার্ধে গোলের সুযোগ বেশি তৈরি করে বার্সেলোনা, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেননি তারা। অন্যদিকে প্রথমার্ধে নিজেদের পোস্ট আগলে রেখে গুটিকয়েক আক্রমণ করলেও সাফল্য পায়নি অ্যাটলেটিকো। ন্যুক্যাম্পে পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত এনরিকের দল। মেসি, দানি আলভেস ও সুয়ারেজের বোঝাপাড়ায় বল পেয়ে যান নেইমার।
কিন্তু ব্রাজিলের ফরোয়ার্ডের শট রুখে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক। এরপর ৬০ মিনিটে মেসির শটও ঠিকানা খুঁজে পায়নি। বার্সেলোনাকেও প্রথমার্ধে বেশ চাপে রাখে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলা অ্যাটলেটিকো। শেষদিকে গোলের সুযোগ তৈরি করেছিলেন সিমিওনের শিষ্যরাও। কিন্তু আন্তোনিও গ্রিজম্যান, ফার্নান্ডো টরেস, আরদা তুরান অ্যাটলেটিকোকে গোল এনে দিতে ব্যর্থ হন। প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি নষ্ট করেন বার্সেলোনার সুয়ারেজ। ৪০ মিনিটে রাকিটিচের ভলি ঠিকই পোস্টের খুব কাছাকাছি থাকা সুয়ারেজকে খুঁজে নিয়েছিল। কিন্তু একটু লাফিয়ে ওঠা বলে ছয় গজ দূর থেকে উরুগুয়ে ফরোয়ার্ডের নেয়া শট পোস্টের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকলেও মেসি-সুয়ারেজরা প্রতিপক্ষের বক্সে গিয়ে তালগোল পাকিয়ে সুযোগ হারাতে থাকেন। ৭৫ মিনিটে অ্যাটলেটিকোর জালে প্রথম বলার মতো শট নেয় তারা। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার শট রুখে দিতে কোনো সমস্যাই হয়নি অতিথি দলের গোলরক্ষকের। ৮৫ মিনিটে মেসিকে আর গোলবঞ্চিত করতে পারেননি অ্যাটলেটিকোর শেষ প্রহরী। ইনজুরি টাইমে মেসির ফ্রিকিক ক্রসবারের উপর দিয়ে উড়ে যাওয়ায় জয়ের ব্যবধান আর বাড়েনি। বুধবার রাতে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি ভিসেন্তে ক্যালডর্নে হবে বলে বার্সেলোনাকে টপকে কোপা দেল রে’র শেষ চারে ওঠার আশা করতেই পারে অ্যাটলেটিকো। ওয়েবসাইট।
No comments