হোমওয়ার্ক by আদনান মুকিত
হারুন স্যার ছাত্রদের দিকে তাকিয়ে বললেন, ‘কে কে হোমওয়ার্ক আনে নাই?’
কেউ কোনো কথা বলল না। শুধু কার্নিশে দুটো চড়ুই কিচিরমিচির করে উঠল।
‘উঠে দাঁড়া!’ গর্জে উঠলেন হারুন স্যার। সেই গর্জনে উড়ে পালাল চড়ুইগুলো। সেকেন্ড বেঞ্চের কোনায় বসা ফাহাদের কলম পড়ে গেল মেঝেতে। একেবারে নীরব পুরো ক্লাস। হঠাৎ সবাই আতঙ্কিত চোখে দেখল নিহাল উঠে দাঁড়িয়েছে। চাপা গুঞ্জন উঠল ক্লাসে।
‘চোপ!’ স্যারের হুংকারে দেয়াল থেকে চুন খসে পড়ল। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে নিহাল। সে একাই হোমওয়ার্ক আনেনি।
কেউ কোনো কথা বলল না। শুধু কার্নিশে দুটো চড়ুই কিচিরমিচির করে উঠল।
‘উঠে দাঁড়া!’ গর্জে উঠলেন হারুন স্যার। সেই গর্জনে উড়ে পালাল চড়ুইগুলো। সেকেন্ড বেঞ্চের কোনায় বসা ফাহাদের কলম পড়ে গেল মেঝেতে। একেবারে নীরব পুরো ক্লাস। হঠাৎ সবাই আতঙ্কিত চোখে দেখল নিহাল উঠে দাঁড়িয়েছে। চাপা গুঞ্জন উঠল ক্লাসে।
‘চোপ!’ স্যারের হুংকারে দেয়াল থেকে চুন খসে পড়ল। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে নিহাল। সে একাই হোমওয়ার্ক আনেনি।
‘যা, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক।’ আদেশ দিলেন স্যার। শিউরে উঠল সবাই।
‘এই রোদে একা দাঁড়িয়ে থাকবে? ইশ্, নিশ্চয়ই খুব লজ্জা পাবে ও।’ ভাবল রাকিন। নিহালের পাশেই বসে আছে সে।
স্যার বললেন, ‘আর সবাই হোমওয়ার্ক এনেছিস তো? চেকিং হবে। নিহাল, তুই দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা ক্লাস থেকে।’
রাকিন বেঞ্চের ওপরে রাখা ওর হোমওয়ার্কের খাতাটা দ্রুত ব্যাগে ঢুকিয়ে ফেলল। মাথা নিচু করে উঠে দাঁড়াল। আবারও চাপা গুঞ্জন পুরো ক্লাসে।
‘আমিও হোমওয়ার্ক আনিনি, স্যার।’ রাকিন বলল। পাশ থেকে অবাক চোখে ওর দিকে তাকাল নিহাল।
‘দুজনই বের হ!’ স্যার এবার হুংকার দিলেন।
কিছুক্ষণ পর দেখা গেল, বাইরের কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছে দুই বন্ধু। একে অপরের দিকে তাকিয়ে হাসল ওরা।
No comments