ডি মারিয়ার অভিষেকেও বিবর্ণ ম্যানইউ
বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে আর অঘটন বলা যায় না। গত মৌসুমের সেই দুঃস্বপ্ন এখনও তাড়া করছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দিনদিন যেন অবনতিই হচ্ছে রেডডেভিলদের। ছন্নছাড়া ম্যানইউকে উজ্জীবিত করতে পারলেন না অ্যাঞ্জেল ডি মারিয়াও। কাল ইংলিশ প্রিমিয়ার লীগে আর্জেন্টাইন উইঙ্গারের অভিষেক ম্যাচে পুঁচকে বার্নলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। ডাচ কোচ লুই ভ্যান গলের অধীনে চার ম্যাচ শেষে জয়হীন ইউনাইটেড। প্রিমিয়ার লীগে সোয়ানসির কাছে হারের পর সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র। এরপর তৃতীয় বিভাগের দল এমকে ডন্সের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ক্যাপিটাল ওয়ান কাপ থেকে বিদায়। তারই ধারাবাহিকতায় লীগের তৃতীয় ম্যাচেও হোঁচট খেল ম্যানইউ।
ম্যানইউ ব্যর্থ হলেও জার্মানির বুন্দেসলীগায় ঘুরে দাঁড়িয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করা ডর্টমুন্ড পরশু ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাসবুর্গকে। ১১ মিনিটে মার্কো রেউসের গোলে এগিয়ে যাওয়ার পর ডর্টমুন্ডের মুঠোয় চলে আসে ম্যাচ। ৮১ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলেও শেষ আট মিনিটে দুই গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল ডর্টমুন্ড। এদিকে স্প্যানিশ লীগে মালাগাকে ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এএফপি।
ম্যানইউ ব্যর্থ হলেও জার্মানির বুন্দেসলীগায় ঘুরে দাঁড়িয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করা ডর্টমুন্ড পরশু ৩-২ ব্যবধানে হারিয়েছে অ্যাসবুর্গকে। ১১ মিনিটে মার্কো রেউসের গোলে এগিয়ে যাওয়ার পর ডর্টমুন্ডের মুঠোয় চলে আসে ম্যাচ। ৮১ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। শেষ পর্যন্ত কোনো অঘটন না ঘটলেও শেষ আট মিনিটে দুই গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল ডর্টমুন্ড। এদিকে স্প্যানিশ লীগে মালাগাকে ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এএফপি।
No comments