আলাল দুলাল পঞ্চমপত্রে তারা তিনজন
গেল দুই বছর ধরে অভিনেতা মীর সাব্বির নিজের রচনা ও পরিচালনায় ‘আলাল দুলাল’ সিক্যুয়াল নাটক নির্মাণ করে আসছেন। ‘আলাল দুলাল প্রথমপত্র’ নামের প্রথম পর্বে আলাল চরিত্রে জাহিদ হাসান এবং দুলাল চরিত্রে সাব্বির নিজেই অভিনয় করেন। সেই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদ উপলক্ষে মীর সাব্বির এবার নির্মাণ করেছেন ‘আলাল দুলাল পঞ্চমপত্র’। এবার আলাল দুলালের বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া।
এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এটা ভীষণ আনন্দের ব্যাপার যে, দর্শকের কাছ থেকেই বিশেষ অনুরোধ আসে এই নাটকটির সিক্যুয়াল নির্মাণের জন্য। যে কারণে গত কয়েক বছর আমি এটি ধারাবাহিকভাবে নির্মাণ করে আসছি।’ জাহিদ হাসান বলেন, ‘অভিনয় এবং নির্দেশনায় দুটিতেই সাব্বির বেশ ভালো অবস্থানে আছে। এ নাটকটি নিয়ে তার পাশাপাশি আমিও খুব উচ্ছ্বসিত।’ আসছে ঈদে ‘আলাল দুলাল পঞ্চমপত্র’ যথারীতি এটিএন বাংলায় প্রচার হবে।
No comments