রমনিকে প্রেসিডেন্ট চায় আমেরিকানরা
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বসতে যাচ্ছেন হোয়াইট হাউসে? যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত এ প্রশ্নের উত্তরে ডেমোক্র্যাট দলের কাছে পরপর দু’বার পরাজিত হওয়া রিপাবলিকান পার্টি এগিয়ে আছে জনপ্রিয়তায়। আর রিপাবলিকানের মিট রমনিকে প্রেসিডেন্ট দেখতে চান আমেরিকানরা। নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। তবে ২০১২ সালে নির্বাচনে বারাক ওবামার কাছে হেরে যাওয়া মিট রমনির আগ্রহ নেই ২০১৬ সালের জন্য প্রতিদ্বন্দ্বী হওয়ার।
যুক্তরাষ্ট্রে সাফক বিশ্ববিদ্যালয় ও ইউএসএ টুডের যৌথভাবে পরিচালিত জরিপে দেখা যায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মিট রমনিকে প্রার্থী হিসেবে চান রিপাবলিকান ভোটাররা। ৩৫ শতাংশ ভোটাররা সমর্থন দিয়ে প্রার্থী তালিকায় প্রথম স্থানে রেখেছেন সাবেক ম্যাসাচুসেটস গভর্নর রমনিকে। আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি আছেন দ্বিতীয় স্থানে। তিনি পেয়েছেন ৯ শতাংশ সমর্থন। অন্যদিকে নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিসটি ও সাবেক সিনেটর রিক সান্তরাম পেয়েছেন যথাক্রমে ৬.৫ ও ৬ শতাংশ সমর্থন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে জনপ্রিয়তায় রমনি শীর্ষে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন তিনি। রমনি বলেন, ‘পরিস্থিতি এখন বদলে গেছে, আমি ওই প্রতিযোগিতায় আর নিজের মাথা দিতে চাই না।’ এর আগের দুটো জরিপেও রমনিকে রিপাবলিকানদের পছন্দের শীর্ষে দেখানো হয়েছে। গত জুলাইয়ে কুইনিনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী জরিপে জানা গেছে, প্রায় ৪৫ শতাংশ আমেরিকান মনে করেন, গত নির্বাচনে বারাক ওবামার পরিবর্তে রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও ভালো অবস্থানে থাকত।
যুক্তরাষ্ট্রে সাফক বিশ্ববিদ্যালয় ও ইউএসএ টুডের যৌথভাবে পরিচালিত জরিপে দেখা যায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান থেকে মিট রমনিকে প্রার্থী হিসেবে চান রিপাবলিকান ভোটাররা। ৩৫ শতাংশ ভোটাররা সমর্থন দিয়ে প্রার্থী তালিকায় প্রথম স্থানে রেখেছেন সাবেক ম্যাসাচুসেটস গভর্নর রমনিকে। আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবি আছেন দ্বিতীয় স্থানে। তিনি পেয়েছেন ৯ শতাংশ সমর্থন। অন্যদিকে নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিসটি ও সাবেক সিনেটর রিক সান্তরাম পেয়েছেন যথাক্রমে ৬.৫ ও ৬ শতাংশ সমর্থন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে জনপ্রিয়তায় রমনি শীর্ষে থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন তিনি। রমনি বলেন, ‘পরিস্থিতি এখন বদলে গেছে, আমি ওই প্রতিযোগিতায় আর নিজের মাথা দিতে চাই না।’ এর আগের দুটো জরিপেও রমনিকে রিপাবলিকানদের পছন্দের শীর্ষে দেখানো হয়েছে। গত জুলাইয়ে কুইনিনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী জরিপে জানা গেছে, প্রায় ৪৫ শতাংশ আমেরিকান মনে করেন, গত নির্বাচনে বারাক ওবামার পরিবর্তে রমনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমেরিকা আরও ভালো অবস্থানে থাকত।
No comments