সামরিক অভিযানে ভেস্তে গেল চতুর্থ বিয়ের স্বপ্ন
ইসলামি আইনে একজন পুরুষের চারটি বিয়ের বৈধতা রয়েছে। পাকিস্তানের অত্যন্ত রক্ষণশীল উত্তর-পশ্চিমাঞ্চলে বড় পরিবারগুলোয় সেই প্রথা মেনে চলা হয়। গুলজারের স্ত্রীরা গড়ে এক ডজন করে সন্তান জন্ম দেওয়ার পর সন্তান নিতে অনাগ্রহী। তিনি বলেন, ‘তিন স্ত্রীই এখন আমাকে এড়িয়ে চলে। তারা আর সন্তান চায় না। তাই আমি চতুর্থ বিয়ে করতে চাই। তারা আমাকে কাছে ঘেঁষতে দেয় না। কিন্তু আমি আরও সন্তান চাই।’ ১৭ বছর বয়সে গুলজার প্রথম বিয়ে করেন ১৪ বছর বয়সী চাচাতো বোন শাওয়াকে। তাঁদের আট ছেলে ও চার মেয়ে রয়েছে। প্রথম বিয়ের আট বছর পর ১৭ বছর বয়সী আরেক তরুণীকে বউ করেন গুলজার। বান্নু এলাকায় ১৭ কক্ষের একটি বাড়িতে ঠাঁই নিয়েছে গুলজারের বিশাল পরিবার। তিনি ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ট্যাক্সিচালকের কাজ করেন। তিনি তৃতীয় বিয়ে করেন নিজের ভাইয়ের বিধবা স্ত্রীকে। স্থানীয় একটি বিরোধের জেরে গুলজারের ভাই নিহত হন।
No comments