ইউক্রেনে প্রেসিডেন্ট দফতরের সামনে বোমা

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট পোত্রো পেরোশেঙ্কো। শনিবার রাতে কিয়েভে তার দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে শক্তিশালী বোমা উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া গেছে। সরকারিভাবে অবশ্য এ নিয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বোমাটি রাস্তার ধারে রাখা ছিল। সাধারণভাবে প্রেসিডেন্ট এই সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। পরে সেটি নিষ্ক্রিয় করে দেয়া হয়। প্রেসিডেন্টকে নিশানা করেই বোমাটি রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কোনো সংগঠন এই বোমা রাখার খবর দায় স্বীকার করেনি।
তবে পূর্বের বিচ্ছিন্নতাবাদীরা এর পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের পূর্বাঞ্চলের রুশপন্থীদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে এই মুহূর্তে উত্তাল ইউক্রেনের রাজনীতি। এদিনই লুহানাস্ক শহরে গুলি করে একটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে বিদ্রোহীরা। বিমান ভূপাতিতকারীদের কঠিন শাস্তি হবে : ইউক্রেন ইউক্রেনে বিমান ভূপাতিতকারীদের কঠিন শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট পেরোশেঙ্কো। শুক্রবার রাতে রাশিয়াপন্থী যোদ্ধারা দেশটির পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কে ইউক্রেনীয় সেনাবাহী একটি বিমান ভূপাতিত করেন। লুহানস্ক বিমানবন্দরে অবতরণের কথা ছিল এটির। এতে যুদ্ধ সরঞ্জামও ছিল। বিমানটি ভূপাতিত করায় ৪৯ জন সেনা মারা গেছে। রাশিয়াপন্থীদের দমনে সরকারের নেয়া পদক্ষেপের পর ইউক্রেনের জন্য এটিই এককভাবে সবচেয়ে বড় বিয়োগাÍক ঘটনা। বিবিসি।

No comments

Powered by Blogger.