মরেননি, সমাধি দশায় আছেন, মর্তে ফিরে আসবেন
ভারতের অধ্যাত্মিক গুরু আশুতোষ মহারাজার (৭০) মৃতদেহকে ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল। গুরুর মরদেহ প্রায় ৬ সপ্তাহ ধরে তার আশ্রমে ডিপ ফ্রিজে রেখেছেন ভক্তরা। তার ভক্তদের ধারণা গুরুজী মারা যাননি, উচ্চতর পর্যায়ের ধ্যানে লিপ্ত রয়েছেন। ধ্যান ভাঙার পর তিনি আবার জেগে উঠবেন এবং তাদের মাঝে জীবিত হয়ে ফিরে আসবেন। ২৯ জানুয়ারি পাঞ্জাব প্রদেশের ছোট্ট শহর নূরমহলে নিজের আশ্রমে দেহত্যাগ করেন গুরুজী আশুতোষ মহারাজ। কিন্তু তার মৃত্যু মেনে নিতে নারাজ তার ভক্তের দল। তারা গুরুজীর মৃতদেহ সৎকার করার বদলে ফ্রিজে রেখে দিয়েছেন। তাদের ধারণা, তিনি আবার মর্তে ফিরে আসবেন।
আধ্যাত্মিক নেতা আশুতোষ মহারাজ ছিলেন দিব্যজ্যোতি জাগ্রত সংস্থান মিশনের প্রধান। এই মিশনের মুখপাত্র স্বামী বিশালানন্দ দাবি করেন, গুরুজীর মৃত্যু হয়নি তিনি সমাধি দশায় আছেন, মর্ত্যে ফিরে আসবেন। তিনি ধ্যানের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন এবং তার জ্ঞান আছে। বিশালানন্দ সংবাদ সংস্থা এএফপিকে বলেন, গুরুজীর ভক্তরা এখন তার ধ্যানভঙ্গের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। তার ধ্যান না ভাঙা পর্যন্ত আশ্রম খোলা থাকবে এবং ভক্তরা এখানে তাদের ধ্যানসহ অন্যান্য ধর্মকর্ম চালিয়ে যাবেন। গুরুজী তার ভক্তদের মাধ্যমে এখনও তাদের কাছে বার্তা পাঠাচ্ছেন বলেও এ সপ্তাহের গোড়ার দিকে দাবি করেছিলেন বিশালানন্দ। লখিন্দর সিং নামক অন্য এক ভক্ত ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ‘আমরা চোখ বন্ধ করলেই মহারাজের সঙ্গে কথা বলতে পারছি। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’
No comments