লেবার পার্টির প্রবীণ নেতা টনি বেনের মৃত্যু
যুক্তরাজ্যের লেবার পার্টির প্রবীণ নেতা টনি বেন (৮৮) আর নেই। ব্রিটিশ রাজনীতিতে বামধারার এই রাজনীতিবিদ গতকাল শুক্রবার সকালে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে লেবার পার্টির মন্ত্রী ছিলেন টনি বেন। এক বিবৃতিতে তাঁর চার সন্তান—স্টিফেন, হিলারি, মেলিসা ও জোসুয়া বাবার মৃত্যুর খবরটি প্রকাশ করেন। তাঁরা বাসায় ও হাসপাতালে তাঁদের বাবার সেবা করার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টনি বেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এএফপি, বিবিসি।
গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকে লেবার পার্টির মন্ত্রী ছিলেন টনি বেন। এক বিবৃতিতে তাঁর চার সন্তান—স্টিফেন, হিলারি, মেলিসা ও জোসুয়া বাবার মৃত্যুর খবরটি প্রকাশ করেন। তাঁরা বাসায় ও হাসপাতালে তাঁদের বাবার সেবা করার জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টনি বেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এএফপি, বিবিসি।
No comments