হতাশ জাকারবার্গ ফোন করলেন ওবামাকে
ফেসবুকের ওপর মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার খবরে হতাশ এই সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। হতাশার কথা জানাতে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করেন তিনি। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন জাকারবার্গ। গোয়েন্দা নজরদারি সম্পর্কে ফেসবুকে নিজের ব্লগ স্পটে ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘আমি হতাশ ও বিভ্রান্ত। যুক্তরাষ্ট্রের উচিত ইন্টারনেটে চ্যাম্পিয়ন হওয়া, হুমকি নয়। তাঁদের (এনএসএ) কর্মকাণ্ডের বিষয়টি পরিষ্কার করা দরকার, তা না হলে জনগণ তাঁদের বিশ্বাস করবে না।’ টেলিফোনে ওবামা-জাকারবার্গের কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কেইতলিন হেইডেন। বিবিসি।
No comments