জাপানে প্রবল তুষার ঝড় নিহত ১১ আহত ১২০০
জাপানে কয়েক দশকের মধ্যে প্রবল তুষার ঝড়ে দেশজুড়ে ১১ জনের প্রাণহানি ও ১২০০ লোক আহত হয়েছে। দেশটির আবহাওয়া দফতর এ কথা জানিয়েছে। শনিবার পর্যন্ত রাজধানী টোকিওতে সর্বোচ্চ ২৭ সেন্টিমিটার বরফ পড়েছে যা ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এদিকে টোকিওতে তুষার ঝড়ের মধ্যেই চলমান গভর্নর নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবে মনোনীত প্রার্থী ইয়োইচি মাসুজো ভোটে জয়লাভ করেছেন। ১৯৮৯ সালে এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ঋতুস াবের সময় নারীরা মোটেও স্বাভাবিক থাকেন না ফলে দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তাদের দেয়া সম্ভব নয়।
তারপর থেকেই নারীদের চক্ষুশূল ইয়োইচিকে টোকিওর গভর্নর হতে বেশ বেগ পোহাতে হয়েছে। একদিকে, নারী সংগঠনের প্রচারণা ইয়োইচিকে যে পুরুষরা ভোট দেবেন তাদের সঙ্গে নারীরা যৌন সম্পর্কে যাবে না। অন্যদিকে প্রবল তুষার ঝড়। তবে কোন বাধাই শেষ পর্যন্ত বাগে আনতে পারেনি ইয়োইচিকে। উল্লেখ্য, রাজধানী টোকিওতে এক কোটি ৩০ লাখ লোকের বসবাস। ওদিকে দেশটির সেন্দাই শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় শনিবার ৩৫ সেন্টিমিন্টার বরফ পড়ে যা ৭৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
No comments