আবার অবসর চান শ্রীদেবী
বেশ দীর্ঘ বছরের অবসর শেষে ‘ইংলিশ ভিংলিশ’ ছবিটি দিয়ে বলিউডে ফিরেছেন শ্রীদেবী। কিন্তু এ ছবিটির সাফল্য মুঠোবন্দি করে আবারও তিনি অবসরে যেতে চান বলে জানিয়েছেন। ‘ইংলিশ ভিংলিশ’-এর সাফল্যের পর এখন বলিউডের অনেক নির্মাতাই চাইছেন তার সঙ্গে কাজ করতে।
সেই তালিকায় রয়েছেন শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর এবং নির্মাতা আর বাল্কিও। তবে এদের মধ্য থেকে কাকে বেছে নেবেন শ্রীদেবী- এটি নিয়েই দ্বিধায় পড়েছেন তিনি। ‘ইংলিশ ভিংলিশ’ এর সাফল্যের পর এখন এর প্রযোজক আর বাল্কি চাইছেন এটির সিক্যুয়েল নির্মাণ করতে।
অন্যদিকে বনি কাপুর চাইছেন স্ত্রীর জন্য এমন কোন একটি সিনেমা, যা তার এই সাফল্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। এদিকে শ্রীদেবীর চাওয়া কিন্তু অন্যরকম। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে আমি যে পরিমাণ সাক্ষাৎকার মিডিয়াগুলোকে দিয়েছি, আমার পুরো ক্যারিয়ার জুড়ে এরকম কখনও হয়নি। আমার এখন চাই আবার অবসর।
সন্তান এবং স্বামীর সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই আমি।
সন্তান এবং স্বামীর সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই আমি।
No comments