বিমান দুর্ঘটনায় মেক্সিকান-আমেরিকান গায়ক জেনি রিভারা নিহত
মেক্সিকান-আমেরিকান সঙ্গীত তারকা জেনি রিভেরাকে বহনকারী একটি ছোট বিমান রোববার মেক্সিকোর উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে জেনি সহ বিমানটির সকল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভক্তদের মাঝে ও সঙ্গীত অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
কর্তৃপক্ষ জানায়, নুয়েভো লিয়ন রাজ্যের কৃষকরা লেয়ার জেটটির ধ্বংসাবশেষ পায়। মন্টেরেই থেকে উড্ডয়নের কয়েক ঘন্টা পর এ দুর্ঘটনা ঘটে। বিমানটি মেক্সিকোর কেন্দ্রীয় এলাকা তোলুকা যাচ্ছিল।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় রাত সোয়া তিনটায় উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার রাতে মন্টেরেইতে জেনি একটি কনসার্টে গান পরিবেশন করেন। রোববার মেক্সিকো সিটিতে তিনি একটি টেলিভিশন শোতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
৪৩ বছর বয়সী জেনি মেক্সিকো বংশদ্ভুত ক্যালিওরনিয়ান ছিলেন। তিনি বান্ডা ও নোর্টেনো সঙ্গীতের জন্য জনপ্রিয় ছিলেন। তার দেড়শো কোটি কপি গানের রেকর্ড বিক্রি হয়েছে।
No comments