প্রথম পুরস্কার একে ৪৭ রাইফেল!
শিশুদের কোনো প্রতিযোগিতার পুরস্কার কী হতে পারে? খেলনা, জামা-জুতা বা চকলেটের প্যাকেট। কিন্তু সোমালিয়ায় বিষয়টি ভিন্ন। এখানে শিশুদের নিয়ে আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল একে ৪৭ রাইফেল।
সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব শিশুদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল আল-শাবাবের বিভিন্ন বিষয় জানা ও কোরআন তিলাওয়াত। গত রমজান মাসে প্রতিযোগিতা শেষ হয়। গত রোববার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে একে ৪৭ রাইফেল, বেশ কিছু অর্থ ও ইসলামি বই পুরস্কার দেওয়া হয়। তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় বেশ কিছু গ্রেনেড।
আল-শাবাব সোমালিয়ায় বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এই এলাকার শিশুরাই প্রতিযোগিতায় অংশ নেয়। আল-শাবাবনিয়ন্ত্রিত বেতারের মাধ্যমে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারও করা হয়।
সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল-শাবাব শিশুদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল আল-শাবাবের বিভিন্ন বিষয় জানা ও কোরআন তিলাওয়াত। গত রমজান মাসে প্রতিযোগিতা শেষ হয়। গত রোববার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীকে একে ৪৭ রাইফেল, বেশ কিছু অর্থ ও ইসলামি বই পুরস্কার দেওয়া হয়। তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় বেশ কিছু গ্রেনেড।
আল-শাবাব সোমালিয়ায় বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এই এলাকার শিশুরাই প্রতিযোগিতায় অংশ নেয়। আল-শাবাবনিয়ন্ত্রিত বেতারের মাধ্যমে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচারও করা হয়।
No comments