থাই পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হলেন পুয়ে থাই নেতা
থাইল্যান্ডের পুয়ে থাই পার্টির সোমসাক কিয়াতসুরানন্দ দেশটির পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে গতকাল মঙ্গলবার তাঁকে নির্বাচিত করা হয়।
উদ্বোধনী অধিবেশনের এক দিন পরই পার্লামেন্ট সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন সোমসাক। পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হওয়ায় হবু প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো। চলতি সপ্তাহের শেষ দিকে পার্লামেন্টে ভোটাভুটিতে ইংলাক প্রধানমন্ত্রী মনোনীত হবেন বলে আশা করা হচ্ছে। সোমসাক জানিয়েছেন, স্পিকার হিসেবে তাঁর মনোনয়নপত্রে রাজার স্বাক্ষরের পরপরই আগামী বৃহস্পতি বা শুক্রবার এই ভোট আহ্বান করবেন তিনি।
রাজনীতিতে নবাগত ইংলাক পুয়ে থাই নেতা স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। গত ৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইংলাকের নেতৃত্বে জয়ী হয় পুয়ে থাই দল। তিনি ছয়টি দলের একটি জোট গঠন করেছেন। থাই পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগই নিয়ন্ত্রণ করছে এ জোট।
উদ্বোধনী অধিবেশনের এক দিন পরই পার্লামেন্ট সদস্যদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন সোমসাক। পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হওয়ায় হবু প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতা গ্রহণের পথ সুগম হলো। চলতি সপ্তাহের শেষ দিকে পার্লামেন্টে ভোটাভুটিতে ইংলাক প্রধানমন্ত্রী মনোনীত হবেন বলে আশা করা হচ্ছে। সোমসাক জানিয়েছেন, স্পিকার হিসেবে তাঁর মনোনয়নপত্রে রাজার স্বাক্ষরের পরপরই আগামী বৃহস্পতি বা শুক্রবার এই ভোট আহ্বান করবেন তিনি।
রাজনীতিতে নবাগত ইংলাক পুয়ে থাই নেতা স্বেচ্ছানির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন। গত ৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইংলাকের নেতৃত্বে জয়ী হয় পুয়ে থাই দল। তিনি ছয়টি দলের একটি জোট গঠন করেছেন। থাই পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগই নিয়ন্ত্রণ করছে এ জোট।
No comments