রুটির টুকরা ও লবণ দিয়ে কিমকে সংবর্ধনা
রাশিয়ার আমুর অঞ্চলে গতকাল রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে সেখানে তিনি একটি জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।
কিম জং ইল গত শনিবার থেকে রাশিয়ার দূরপ্রাচ্য ও সাইবেরিয়া অঞ্চলে সপ্তাহব্যাপী সফর শুরু করেন। বিচ্ছিন্ন এবং ক্ষুধাপীড়িত দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এটি একটি দুর্লভ সফর।
গতকাল সকালে কিম একটি সাঁজোয়া ট্রেনে চড়ে আমুর অঞ্চলের বুয়েরা স্টেশনে পৌঁছান। সেখানে লাল জামা পরিহিত তরুণীরা রাশিয়ার ঐতিহ্য অনুযায়ী তাঁকে এক টুকরা রুটি ও লবণ খেতে দেন। সেখানে উপস্থিত এএফপির সাংবাদিক জানান, ৬৯ বছর বয়সী কিমকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। ট্রেন থেকে নামার জন্য তিনি অপরের সাহায্য নেন। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে কিম তাঁর সঙ্গে নিয়ে আসা মার্সিডিজ গাড়িতে চড়ে কাছাকাছি বুরেসকায়া জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান।
গোপনীয়তায় মোড়ানো এ সফরে কিমের জন্য কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কিম জং ইল গত শনিবার থেকে রাশিয়ার দূরপ্রাচ্য ও সাইবেরিয়া অঞ্চলে সপ্তাহব্যাপী সফর শুরু করেন। বিচ্ছিন্ন এবং ক্ষুধাপীড়িত দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এটি একটি দুর্লভ সফর।
গতকাল সকালে কিম একটি সাঁজোয়া ট্রেনে চড়ে আমুর অঞ্চলের বুয়েরা স্টেশনে পৌঁছান। সেখানে লাল জামা পরিহিত তরুণীরা রাশিয়ার ঐতিহ্য অনুযায়ী তাঁকে এক টুকরা রুটি ও লবণ খেতে দেন। সেখানে উপস্থিত এএফপির সাংবাদিক জানান, ৬৯ বছর বয়সী কিমকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। ট্রেন থেকে নামার জন্য তিনি অপরের সাহায্য নেন। সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠান শেষে কিম তাঁর সঙ্গে নিয়ে আসা মার্সিডিজ গাড়িতে চড়ে কাছাকাছি বুরেসকায়া জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান।
গোপনীয়তায় মোড়ানো এ সফরে কিমের জন্য কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
No comments